cplusbd

নিউজটি শেয়ার করুন

বয়স- আশি

1st Image

জেসমিন সুলতানা চৌধুরী (২০১৯-০৭-৩০ ০৫:১৭:৩০)

বয়স আশি হলে ও মন তো আশি নয়
জানালার ধারে বসে বসে ভাবি
আবার বিয়ে করলে কেমন হয়।

তবে কেন নয়, কেন নয়
কেটে যাবে সাঝের বেলা,
কেটে যাবে অলস সময়
ভেবে ভেবে কি আর হয়,
বিয়ে তো একটা করতেই হয়।

ভয় হয় ভয় হয় ,সাদাচুল কালো হয়
চামড়ার ভাঁজ যায় যে দেখা
পড়ে যাওয়া দাঁতের ফাঁক যায় না ঢাকা
দাঁতের ব‍্যাথা বাতের ব‍্যাথার গোঙানি
যদি খেতে হয় আমার নাকানিচুবানি
খক খক কাশির শব্দ
যদি করে দেয় আমার জীবন স্তব্দ।

কি যে করি হায় !
ষোড়শীর রূপ আশিতে
ও মনে আগুন ধরায়,
তার অঙ্গে ভরা রূপের ফাগুন
আমার মনে জ্বালায় আগুন
কেউ তো বুঝে নারে
কেউ বুঝে না।।