cplusbd

নিউজটি শেয়ার করুন

টিম ইন্ডিয়ার জন্যে সারা দেশ গর্বিত’, টুইট নরেন্দ্র মোদির

1st Image

সিপ্লাস ডেস্ক (২০১৯-০৭-১১ ০১:০১:০১)

পয়েন্ট টেবলে শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠা। গত মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে বলের দাপটে বিরোধীদের ছত্রভঙ্গ। তাই বৃষ্টি নেমে মাঝপথে খেলা বন্ধ করে দিলেও হাল ছাড়েননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আশা ছিল রিজার্ভ ডেতে খেলতে নেমে বিরাট বাহিনী সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে। 

কিন্তু সেই ২০১৫ সালের পুনরাবৃত্তি যেন। নিউজিল্যান্ড বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ক্রিকেটাররা। ফাইনালের স্বপ্ন দেখালেও সেমিফাইনাল থেকেই ছিটকে গেল টিম ইন্ডিয়া। গত বুধবারে ম্যানচেস্টারে হারের পর নিঃসন্দেহে ভারতীয় শিবিরের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ট্যুইটে মোদি লিখলেন, ‘হতাশার ফল। তবুও দেখে ভালো লাগল শেষ মুহূর্ত পর্যন্ত টিম ইন্ডিয়া লড়াইটা চালিয়ে গেছে। গোটা টুর্নামেন্টে ভারত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং খুবই ভালো করেছে। গোটা দেশ ওদের জন্যে গর্বিত। জয়-পরাজয় জীবনের অংশ। তাদের আগামীর জন্য রইল অনেক শুভেচ্ছা।’