cplusbd

নিউজটি শেয়ার করুন

আ’লীগের সংসদীয় দলের সভা আজ ও কার্যনির্বাহী সংসদের সভা কাল

1st Image

সিপ্লাস ডেস্ক (২০১৯-০৭-১১ ১২:০৬:১৯)

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ জুলাই), আর উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে শুক্রবার (১২ জুলাই)।

বৃহস্পতিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা। রাত ৮টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার সরকার গঠনের পর এটিই আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা। 

এদিকে শুক্রবার বিকেল ৪টায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সভার পর সাড়ে ৪টায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভা দুটি অনুষ্ঠিত হবে।
 
দুইটি সভায়ই সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।