cplusbd

নিউজটি শেয়ার করুন

নিয়াজ মোর্শেদ এলিটকে ইমদাদুল হক মিলনের বই উৎসর্গ

1st Image

মিরসরাই প্রতিনিধি (২০১৮-০৩-১৩ ০৬:০৮:২৭)

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও তরুণ রাজনীতিবিদ নিয়াজ মোর্শেদ এলিটকে বই উৎসর্গ করেছেন বিশিষ্ট লেখক, কলামিস্ট, ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। জাতীয় দৈনিক কালের কন্ঠ’র সম্পাদকের সম্প্রতি প্রকাশিত ‘ভালোবাসার সুখ দুঃখ’ বইটি উৎসর্গ করা হয়েছে চিটাগাং খুলশি ক্লাব লিঃ এর সভাপতিকে।
শিখা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির উৎসর্গ বানীতে লেখা আছে ‘ নিয়াজ মোর্শেদ এলিট, প্রিয়বরেষু। আমরা এক মায়ের পেটে জন্মাইনি তার পরও সে অতি প্রিয় ছোট ভাই। আমাদের সম্পর্ক সারা জীবনের।’
নিজের নামে বিখ্যাত লেখকের বই উৎসর্গ করার বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, মিলন ভাইয়ের সাথে পরিচয় আমার দীর্ঘদিনের। তাঁর থেকে অনেক কিছু শিখেছি, শিখছি। তিনি সব সময় পরামর্শ দিতেন আমাকে। তাঁর লেখার একজন মুগ্ধ পাঠক আমি। আমাকে তাঁর বই উৎসর্গ সত্যি গর্বের। তাঁর মতো একজন লেখকের কলমে আমার নাম লিখা হয়েছে এটাই বড়। তাঁকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ এর অঙ্কনে বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।