নিউজটি শেয়ার করুন
উদ্বোধনের অপেক্ষায় ৩৪তম একুশে বইমেলা

সিপ্লাস ডেস্ক (২০১৮-০২-০১ ১১:১৬:৪০)
কয়েক ঘণ্টা পরেই উদ্বোধন হবে বাংলা একাডেমির অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ৩৪তম অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন। একইসঙ্গে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
হরেক রঙের মলাটে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-গবেষণা ও অনুবাদের বই নিয়ে প্রকাশকরা অপেক্ষা করছেন পাঠকের।
সাজানো স্টলগুলো এখন বইপ্রেমীদের অপেক্ষায় রয়েছে। ভাষার মাসের শুরুতেই উঠছে মাসব্যাপী বইমেলার পর্দা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি অতিথি লেখক হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের এগনিস মিডোসম, ক্যামেরুনের ড. জয়েস অ্যাসউন টেনটেন, মিশরের ইব্রাহিম এলমাসরি ও সুইডেনের অরনে জনসন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ দেওয়া হবে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বইমেলা ঘুরে দেখবেন।