cplusbd

নিউজটি শেয়ার করুন

হারাচ্ছে হুঁশ মানুষ

1st Image

(২০১৮-০১-০৪ ০৭:০৬:৫২)

প্রদীপ প্রোজ্জবল

যান্ত্রিক শহরে ক্রান্তিক লহরে হাঁটছে মানুষ
প্রান্তিক প্রহরে আর্থিক বহরে ছুঁটছে মানুষ
জীবনের সমাহার ভাগ্যের অভিসার খুঁজছে মানুষ
সময়ের ক্রান্তি ধরতে শান্তি হারাচ্ছে হুঁশ মানুষ
মানুষ — আমরা মানুষ
মানুষ —আমরা ফানুস
সভ্য আকলে অসভ্য মহলে ছুটছে মানুষ
রম্য শহরে গ্রাম্য নিথরে লুটছে মানুষ
সামাজিক কর্মে অভিমানি মর্মে ডাকছে মানুষ
নষ্টের কবলে প্রতিবাদী অনলে পুড়ছে মানুষ
হিংস্র থাবা নিশ্চুপ বাবা দেখছে মানুষ
বঞ্চিত প্রাপ্য নীরব সাক্ষ্য দেখছে মানুষ
সময়ের বলিদান এ কেমন প্রতিদান খেলছে মানুষ
জীবনের বহমান সামনের অপমান দেখছে মানুষ