বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ দুই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
‘সত্তা’ সিনেমায় অভিনয়ের জন্য শাকিব খান এবং ‘ঢাকা অ্যাটাক’ এর আরিফিন শুভ যৌথভাবে ২০১৭ সালের সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন।
আর ‘হালদা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ২০১৭ সালের সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা
২০১৮ সালের সেরা সিনেমা ‘পুত্রে’ অভিনয়ের জন্য ফেরদৌস এবং ‘জান্নাত’ সিনেমার জন্য সাইমন সাদিককে যৌথভাবে সেবা অভিনেতার পুরস্কার দেওয়া হচ্ছে।
পুরস্কার জয়ের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইমন বলেন, “এটা আমার জীবনের সেরা অর্জন।”