পটিয়া প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পটিয়ার কর্মরত সংবাদকর্মীবৃন্দের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে পটিয়া পৌর সদরের পিডিবি রোডে সাংবাদিকদের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়ার প্রবীণ সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, সাংবাদিক আবেদুজ্জামান আমিরী, আহমদ উল্লাহ, সেলিম চৌধুরী, গোলাম কাদের, তাপস দে আকাশ, শাহজাহান চৌধুরী, ওবায়দুল হক পিবলু, রাফিউল আকরাম আলভী প্রমুখ।
বাদে আছর মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ মসজিদের ইমাম ক্বারী মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। উক্ত দোয়া মাহফিলে হুইপের ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাব ও হুইপের একান্ত সচিব হাবিবুল হক চৌধুরীসহ পরিবারের সকল সদস্যদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করা হয়।