সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির পাঁচ থানার অফিসার ইনচার্জ পদে রদবদল করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) রাতে সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর এ বদলির আদেশ দেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত অফিস আদেশও নির্বাচন কমিশনের একটি স্মারকের কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র ৯ দিন আগে গুরুত্বপূর্ণ এসব থানার অফিসার ইনচার্জ পদে রদবদল নিয়ে নগর জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ পদে রদ-বদলকৃত ৬ জন পরিদর্শক হলেন, কোতোয়ালি থানার বহুল আলোচিত অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায়, ডবলমুরিং থানার সদীপ কুমার দাশকে সিএমপি কার্যালয়ে সংযুক্ত, বাকলিয়া থানার মোহাম্মদ নেজাম উদ্দিনকে কোতোয়ালি থানায়, চকবাজার থানার রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানায় এবং ডিবি উত্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেয়া হয়েছে।