সিপ্লাস ডেস্ক: চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প নগরীর কাদের পেডিং নামের একটি ফোম কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১০ টা ৪৫ মিনিটে বিসিক বাদামতল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা যায়।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম ভুঁইয়া জানান কালুরঘাট বিসিক শিল্প নগরীর কাদের পেডিং নামের একটি ফোম কারখানায় আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে ১২টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এসময় প্রায় ২০ হাজার বর্গফুটের এই কারখানায় পাটের জুট দিয়ে ম্যাট্রেস বানানো হয়।
ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি আগুন নির্বাপনে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপন হতে সময় লাগবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎস জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কেউ আটকাও পড়েনি।