কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংকরোডে র্যাব-১৫ এক অভিযান চালিয়ে ১ হাজার ৮৪৫ পিচ ইয়াবাসহ ইয়াবাকারবারী পালংখালীর মিজানুর রহমানকে আটক করেছে।
বুধবার ১৪ জানুয়ারী রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার লিংকরোড প্রধান সড়কের উত্তরপার্শ্বে শ্যামলী বাস কাউন্টারের সামনে পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর রজবকাটার মৃত ইব্রাহিমের পুত্র মিজানুর রহমান (১৯) র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালানোর সময় র্যাব-১৫ এর সদস্যরা তাকে আটক করে।
পরে তার স্বীকারোক্তি মতে, সাথে থাকা ব্যাগ তল্লাশী করে র্যাব সদস্যরা ১ হাজার ৮৪৫ পিচ ইয়াবা উদ্ধার করে।
আটক ইয়াবাকারবারীকে কক্সবাজার সদর মডেল থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য উদ্ধার করা ইয়াবাসহ সোপর্দ করা হয়েছে।
আটককৃত ইয়াবাকারবারী দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে সারাদেশে বিক্রি করত বলে র্যাব-১৫ এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ধৃত ইয়াবাকারবারী মিজানুর রহমান’কে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে তাকে আদালতে চালান দেয়া হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।