cplusbd

নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ির নিশ্চিন্তাপুরে ৫শত দুস্থের মাঝে কোরবানীর মাংস বিতরণ

1st Image

ফটিকছড়ি প্রতিনিধি (২০১৯-০৮-১৩ ০২:২৯:৪২)

ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুরে ১১টি কোরবানী গরুর মাংশ প্রায় ৫ শতাধিক গরীব- দুস্থের মাঝে বিতরণ করেছে আল- মাহমুদ ফাউন্ডেশন।

মঙ্গলবার ১৩ আগস্ট দুপুরে স্থানীয় আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা মাঠে ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ ইমন। বিশেষ অতিথি ছিলেন- মাষ্টার শাহ আলম বি.কম, ব্যাংকার আরশাদুল হোসেন শাহীন, প্রফেসর ইলিয়াস তালুকদার, মুজিবুল হক,ডা. জাফর,ফরিদ কন্ট্রাক্টর,জহুর আহমদ, হাবিবুল্লাহ প্রমুখ। মাওলানা ইয়াকুব ও ওবাইদুল্লাহের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সংগঠনের সহ-সভাপতি মাওলানা জানে আলম, মাওলানা জামাল,মাওলানা লোকমান।

উল্লেখ্য, উক্ত সংগঠনটি বিগত প্রায় ২০বছর যাবত প্রতি বছর এলাকার গরীব-দুস্থদের মাঝে ঈদুল আযহায় কোরবানী গরুর মাংস বিতরণ সহ নানা সামাজিক ও সেবামুলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।