cplusbd

নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় সিএনজি ভাড়া নৈরাজ্য, যাত্রী বেশে ইউএনও'র অভিযান

1st Image

আনোয়ারা প্রতিনিধি (২০১৯-০৮-১৩ ০১:০৭:৪০)

ঈদের দ্বিতীয় দিন মানুষকে জিম্মি করে খেয়াল খুশিমতো ভাড়া নিচ্ছে সিএনজি অটোরিকশা। বেশিরভাগ সিএনজি গাড়িতেই চলছে ভাড়া নৈরাজ্য।

চাতরী চৌমুহনী বাজার থেকে বটতলী, আনোয়ারা, বরকল, বাঁশখালীত যাওয়া অন্যান্য সময় ভাড়া থেকে ঈদে যে যার খুশিতে বাড়তি ভাড়া নিচ্ছে।

 মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ১০টায় ঈদের দ্বিতীয় দিন চাতরী চৌমুহনী বাজারে হঠাৎ যাত্রীবেশে ভ্রাম্যমান আদালত চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ। এসময় তার কাছ থেকে বাড়তি ভাড়া চাইলে হাতে নাতে এক চালককে আটক করেন। প্রায় কয়েক ঘন্টা অভিযান চালিয়ে ১২ জনকে অর্থদণ্ড ও ৪ জনকে আটক করে নিয়ে যায় এবং সকল সিএনজি চালকদেরকে সতর্ক করেন, যেন অতিরিক্ত ভাড়া না নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ সিপ্লাসকে জানান , ঈদে মানুষ বেড়াতে বাহির হচ্ছে, এসময় সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করতেছে। এরকম অভিযোগ পেয়ে যাত্রীবেশে ভ্রাম্যমান আদালত চালালে হাতেনাতে কয়েকজন চালককে ধরি। মোট ১২ জনকে অর্থদণ্ড ও ৪ জনকে আটক করি।

তিনি আরও বলেন, চালকরা অতিরিক্ত ভাড়া যেন না নেয় সে জন্য পুলিশ পোর্স মোতায়ন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।