cplusbd

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কা সফরে টাইগারদের কোচ সুজন

1st Image

সিপ্লাস ডেস্ক (২০১৯-০৭-১৬ ০৪:০৯:৫৩)

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হবে মঙ্গলবার (১৬ জুলাই)। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এই সফরকে সামনে রেখে ১৭ জুলাই থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে টিম বাংলাদেশ। এদিকে, শ্রীলঙ্কায় সিরিজ চলাকালীন টাইগারদের অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে থাকবেন খালেদ মাহমুদ সুজন।

কোচিং স্টাফে ব্যাপক পরিবর্তন আসায়, আপাতত এইচপি'র ওয়াসিম জাফর ও চাম্পাকা রামানায়েকে পরামর্শক হিসেবে যাবেন শ্রীলঙ্কার।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, জানেন যে, হেড কোচের ক্রাইসিস আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপাতত আমরা সুজনকে দিয়ে কাজটা সেরে আসবো। এরপরে তো আমরা চেষ্টা করছিই।

আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হবে টিম বাংলাদেশ। সফরের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে।