cplusbd

নিউজটি শেয়ার করুন

পদ্মা সেতুর পাইল সম্পন্ন

1st Image

সিপ্লাস ডেস্ক (২০১৯-০৭-১৫ ১১:৪৫:২৪)

পদ্মা সেতুর পাইল সম্পন্ন। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পাইলের কাজ সমাপ্ত ঘোষণা হয়েছে। এতে করে আরো একধাপ এগিয়ে গেলো পদ্মা সেতু। 

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলার থাকবে এবং তার উপরে ৪১টি স্প্যান বসানো হবে। ৪২টি পিলারে ২৯৪টি পাইল বসছে যার ২৯৪টি পাইল ইতিমধ্যে সম্পূর্ণ হলো। ৪১টি স্প্যানের মধ্যে ১৪ টি স্প্যান ইতিমধ্যে পিলারে বসেছে, আরো ১০টি ইতোমধ্যে চীন থেকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাশন ইয়ার্ডে এসে পৌছে ফিটিংসের কাজ চলছে। অবশিষ্ট ১৭টিও তৈরি হচ্ছে চীনে। 

২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৪২টি পিলারের মধ্যে এ পর্যন্ত ৩০টি পিলার সম্পন্ন হয়েছে। বাকী ১৩টি পিলারের কাজও শেষের দিকে