cplusbd

নিউজটি শেয়ার করুন

এরশাদের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদে অনুষ্ঠিত

1st Image

সিপ্লাস ডেস্ক (২০১৯-০৭-১৫ ১১:৩২:১৪)

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছেন। সোমবার সকাল ১০টা ৫০মিনিটের দিকে জাতীয় সংসদের টানেলে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

প্রথমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টানেলে জানাজার নামাজ আদায় করা হয়। এতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সংসদ সদস্যরাসহ অনেকেই অংশ নেন। জানাযা শেষে রাষ্ট্রপতিসহ অন্যরা ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে, সোমবার সকাল ১০টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছায়। 

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে এরশাদের মরদেহ জাতীয় পার্টির কাকরাইল অফিসে নেয়া হবে।সাধারণ জনগণের সুবিধার্থে তৃতীয় জানাজা বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান হুসেইন মুহম্মদ এরশাদ।