cplusbd

নিউজটি শেয়ার করুন

সৌদির আভা বিমানবন্দরে হুতি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত ২৬

1st Image

সিপ্লাস ডেস্ক (২০১৯-০৬-১২ ০৪:৪৩:৩৩)

সৌদি আরবের আভা বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।

বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে একই দিন হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে আভা বিমানবন্দরে হুতি বিদ্রোহীরা ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছিল।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আল মাসিরাহ টেলিভিশনের ওই দাবি সত্য বলে নিশ্চিত করেছে।    

সম্প্রতি সৌদি আরবের শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

এই বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান।

এরপরই ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের অনুগত ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে সানার কর্তৃত্বে পুনর্বহাল করতে চাইছে সৌদি জোট।

গত চার বছর ধরে চলা এ যুদ্ধে অন্তত ছয় হাজার ৮০০ জন বেসামরিক নিহত ও ১০, ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে ভাষ্য জাতিসংঘের।

অপুষ্টি, অসুখ ও ভগ্নস্বাস্থ্যের মতো নিরাময় যোগ্য কারণে আরও কয়েক হাজার বেসামরিকের মৃত্যু হয়েছে। সৌদি সামরিক জোটের অবরোধে কারণে ইয়েমেন প্রায় দুর্ভিক্ষের প্রান্তে পৌঁছে গেছে।