নিউজটি শেয়ার করুন
ফের ২২ মালয়েশিয়াগামী রোহিঙ্গা আটক করেছে বিজিবি

মো. শাহীন, টেকনাফ (২০১৯-০২-১১ ১১:১২:২৮)
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার ককালে টেকনাফ সদর ইউনিয়নের উপকূলীয় এলাকা থেকে ফের ২২ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী জানান, ‘রবিবার রাত ১০ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বী উপকূলীয় এলাকায় দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদে হাবিলদার মো. তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২২ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
আটকদের মধ্যে ১১ জন শিশু, ১০ জন নারী ও এক জন পুরুষ রয়েছেন। সবাই উখিয়া- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত ।
এর আগে গত দুই দিনে উখিয়া-টেকনাফ উপকূলীয় এলাকা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৭০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা করে বিজিবি ও পুলিশ। এতে ৩৮ জন রোহিঙ্গা নারী। তাদেরকে নৌকা করে গভীর সমুদ্রে অবস্থানরত জাহাজে তুলে দেওয়া হয়। ওই ঘটনায় চার দালালকেও আটক করা হয়। তারা হলেন, টেকনাফের মো. মহিবুল্লাহ (২০), মোহাম্মদ হুমায়ুন (১৮), মোহাম্মদ মামুন (১৮) ও উখিয়ার আব্দুল কাদের।