cplusbd

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে পৃথক অগ্নিকান্ডে পুড়েছে দোকান,বসতঘর

1st Image

সিপ্লাস প্রতিবেদক (২০১৮-০৩-১৩ ১২:০০:২১)

নগরীর বায়েজিদ থানার মোহাম্মদনগর ও পাহাড়তলী থানাধীন সাগরিকা সড়কে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে সেমিপাকা বসতঘর ও ৬টি কাঁচা দোকান পুড়ে গেছে।
সোমবার (১২ মার্চ) দিনগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক (ডিএডি) মো. জসীম উদ্দীন জানান, বায়েজিদের মোহাম্মদনগরের ২ নম্বর গলিতে রাত ৩টা ৫৫ মিনিটে হাসিনা বেগমের মালিকানাধীন তিনটি সেমিপাকা ভাড়াঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের দুটি গাড়ি ভোর পাঁচটায় আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষতি হয়েছে এক লাখ টাকা।
তিনি জানান, সাগরিকা সড়কের চসিক অফিসের সামনে রাত ১টা ৩৫ মিনিটে আগুন লাগলে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি পাঠানো হয়। রাত আড়াইটায় আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডে ১টি করে কাঁচাঘরের টেইলার্স, জুতো, গ্যাস সিলিন্ডার, কম্পিউটার ও ২টি মোবাইল রিচার্জের দোকান পুড়ে গেছে। ক্ষতি হয়েছে ৪০ হাজার টাকা।