সিপ্লাস ডেস্ক: গত মঙ্গলবার ড. আরশাদ উল-আলমকে সুনামগঞ্জ সরকারি কলেজে বদলি করা হয়। অথচ কলেজটিতে প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স কোর্সই চালু নেই।
শিক্ষার্থীদের দাবি, এই বদলি কোনোভাবেই ড. আরশাদ উল-আলমের বর্তমান কর্মস্থল ও পদবির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন চলাকালে সমাবেশে শিক্ষার্থীরা বলেনন, ড. আরশাদ উল-আলম স্যারের অধীনে কলেজের সব বর্ষের ছাত্রছাত্রীদের গবেষণাধর্মী কাজ, চতুর্থ বর্ষের কেস স্টাডি এবং মাস্টার্সের থিসিস পরিচালিত হচ্ছে। এরূপ হঠাৎ বদলিতে শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তিনি না থাকলে আমরা অভিভাবকহীন হয়ে পড়ব। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই বদলির আদেশ প্রত্যাহারেরও আবেদন জানানো হয় স্মারকলিপিতে।
কর্মসূচিতে অংশ নেন সরকারি সিটি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ছোটন দাশ, প্রেমাংশু ভট্টাচার্য, হাসনাত জামিল, রুমানা নুর, মিজবাহ সিকদার, কাজী শাহাদাত আবিদ, আফরিদা তাবাসসুম, সৈকত চৌধুরী, অর্ণব বড়ুয়া, অন্তু দে সহ বেশকিছু ছাত্রছাত্রী।