সিপ্লাস প্রতিবেদক: ২০১৩ সালে মাদক আইনে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
গ্রেফতার দুইজন হলো- কোতোয়ালী থানাধীন হাজারী লেইন এলাকার জাহাঙ্গীরের ছেলে মো. করিম (২৪) ও একই এলাকার আইয়ুব খানের ছেলে মো. আজাদ (১৯)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ২০১৩ সালে মাদক আইনে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া গ্রেফতার করিমের বিরুদ্ধে ২২টি ও আজাদের বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।