সিপ্লাস প্রতিবেদক: চসিক নির্বাচনে ৩১ নং আলকরন ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদের সকল নির্বাচন বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নং ওয়ার্ডের প্রতিদ্বন্ধী প্রার্থী জনাব তারেক সোলেমান সেলিম গত ১৮ জানুয়ারি ইন্তেকাল করায় এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (২০ জানুয়ারি) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম অঞ্চল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন)নির্বাচন বিধিমালা-২০১০ এর বিধি ২০ অনুযায়ী ৩১ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যক্রম বাতিল করেন ।
উল্লেখ্য, চসিক নির্বাচনে আগামী ২৭ জানুয়ারী ভোট গ্রহন করা হবে। নগরীতে ৪১টি ওয়ার্ডে ৭৩৫টি ভোটকেন্দ্রে ভোট উৎসব অনুষ্ঠিত হবে।
৩১ নং আলকরন ওয়ার্ডের সাবেক চারবারের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান সেলিম দলীয় সমর্থন না পেয়েও এবার ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছিলেন।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার ডেলটা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
এই ওয়ার্ডে এবার আওয়ামী লীগের সমর্থন পেয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ আবদুস সালাম।
তারেক সোলেমানের মৃত্যুতে এই ওয়ার্ডের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন বাতিলের গণবিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট পদে নির্বাচন স্থগিত থাকবে।
অন্য পদের নির্বাচনগুলো চলমান থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।