সিপ্লাস প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের টিকা গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে করোনার টিকা দান কার্যক্রমের উদ্বোধন হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি তিনি করোনার প্রথম টিকা নেবেন।
জানা যায়, করোনার টিকাদানে চট্টগ্রাম মহানগরে ১৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তবে প্রথমে শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে এ টিকা দেয়া হবে।