সিপ্লাস প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরের সড়ক, অলি-গলিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর নগরের বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান চকবাজার, বাকলিয়া, সদরঘাট ও কোতোয়ালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ৫ মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পাহাড়তলী, আকবরশাহ, হালিশহর ও ডবলমুরিং এলাকায় করোনা ভাইরা সজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ৮ মামলায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
কোতায়ালী ও সদরঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। তিনি ১৬ মামলায় ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করেন। এছাড়া ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন ৫ মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট আশিক-উর -রহমান, নগরের আকবর শাহ, হালিশহর, পাহাড়তলী এবং ডবলমুরিং এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও বাজার মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও ভোগ্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ৩ মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি।