কক্সবাজার প্রতিনিধি; কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে শিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।সোমবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
নিহত শিফাত কক্সবাজার শহরের পাহাড়তলী সত্তর ঘোনা এলাকার আব্দুল আমিনের ছেলে বলে জানা গেছে।
সৈকতের বীচকর্মী মাহাবুবুর রহমান জানান, বিকাল সাড়ে ৩ টার দিকে সীগাল পয়েন্টে একদল শিশু গোসল করতে নামে। এসময় শিফাত ভেসে যায়। খবর পেয়ে উদ্ধারকর্মীরা বিকাল ৪ টার দিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ।